Inqilab Logo

সোমবার , ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ যিলক্বদ ১৪৪৪ হিজরী

এখন নতুন কাউকে নিয়ে ভাবার সুযোগ নেই -বাঁধন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বেশ কয়েক বছর আগে অভিনেত্রী বাঁধনের সংসার ভেঙে যায়। এরপর আর তিনি বিয়ে করেননি। একমাত্র মেয়েকে নিয়ে তিনি এখন বসবাস করছেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নতুন করে বিয়ে কর প্রসঙ্গে বলেছেন, আমার আর মেয়ের মাঝখানে নতুন কাউকে নিয়ে চিন্তার এখনও সুযোগ হয়নি। ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। জীবন চলার পথে ইমোশনাল সাপোর্টের জন্য সঙ্গীর প্রয়োজন হতেই পারে। তবে এ নিয়ে এখন ভাবছি না। বাঁধন বলেন, আগে গৎবাঁধা মানুষ ছিলাম। তবে এখন চিন্তার পরিবর্তন হয়েছে। আমার সঙ্গে মেয়েকে নিয়েও ভাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এখন নতুন কাউকে নিয়ে ভাবার সুযোগ নেই -বাঁধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ