পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাতে সবুজ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সবুজ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় রাজধানীর মিরপুর থানাধীন শেওড়াপাড়ায় বন্ধু সৌরভ ও রুবেলসহ কয়েকজনের চাপাতির কোপে আহত হয় সে। নিহত সবুজ হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত ঘাতকরাও একই স্কুলের এবং একই শ্রেণির ছাত্র। এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বোটানিক্যাল গার্ডেন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় উদ্ধার লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
শেওড়াপাড়ায় নিহত সবুজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সদরে। বাবার নাম আবদুর রশিদ। ঢাকার পশ্চিম শেওড়পাড়ায় ভগ্নিপতি আল-মাহমুদের বাসায় থেকে সবুজ লেখাপড়া করতো।
নিহতের ভগ্নিপতি বাবু জানায়, মঙ্গলবার রাত ১০টায় পশ্চিম শেওড়াপাড়ার বাসার সামনে সৌরভের সঙ্গে কথা কাটাকাটি হয় সবুজের। এর কিছুক্ষণ পরে সৌরভ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ফের সেখানে আসে। তারা সবুজকে ধরে নিয়ে যায় হলি ক্রিসেন্ট স্কুলের গলিতে। সেখানে সবুজকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সবুজকে রাত ১২টার দিকে উদ্ধার করা হয়। ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল মর্গে সজিবের লাশের ময়নাতদন্ত হয়।
মিরপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরই রুবেলসহ অন্যরা পালিয়ে যায়। তবে গোপন সংবাদে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে সুবজের সন্দেহভাজন খুনি রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, সজিবকে প্রথমে সে আঘাত করে। আটক রুবেল শেওড়াপাড়ার একটি বস্তিতে থাকে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া তাকে নিয়ে বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হবে। গতকাল সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। এদিকে কি কারণে সবুজকে খুন করা হয়েছে, সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় একটি সূত্রের দাবি, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দ্ব›েদ্বর জের ধরে এ খুনের ঘটনা ঘটে।
এদিকে গতকাল বেলা ১১টায় মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে মো. আকাশ (২০) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি হিজল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আকাশের বাবার নাম মো. আনওয়ার। তিনি পিডবিøউবির কর্মচারী। তারা পিডবিøউবি স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে জানা গেছে।
আকাশের বাবা আনওয়ার বলেন, মঙ্গলবার বিকেলে মায়ের সাথে আকাশের সর্বশেষ কথা হয়েছে। সে রাতে ঘরে ফিরবে বলে জানিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শাহ আলী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র জানান, লাশের শরীরে যদিও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আকাশের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
বাইসাইকেল চুরির অভিযোগে
যুবককে পিটিয়ে হত্যা
বাইসাইকেল চুরির অভিযোগে মানিক (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রীর ই-বøক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গতকাল বেলা আড়াইটার দিকে বনশ্রীর একটি বাসা থেকে বাইসাইকেল চুরির সময় এক যুবককে ধরে ফেলে বাড়িওয়ালার পুত্র। এ সময় চুরির অভিযোগ এনে কয়েকজন মিলে যুবককে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় মেলেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।