Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্কারফেইস’ রিবুট পরিচালনা করবেন ডেভিড ম্যাকেনজি বা পিট বার্গ

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রায়ান ডি পালমা পরিচালিত অ্যাল পাচিনোর কাল্ট ক্লাসিক গ্যাংস্টার ড্রামা ‘স্কারফেইস’ নির্মাণ শুরু হওয়া এখন শুধু সময়ের ব্যাপার।
ইউনিভার্সাল স্টুডিওস চলচ্চিত্রটি নির্মাণের জন্য বর্তমান সময়ের দুজন সফল পরিচালকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এদের প্রথম জন হচ্ছেন ‘হেল অর দ্য হাইওয়াটার’ ফিল্মটির পরিচালক ডেভিড ম্যাকেনজি এবং অন্যজন ‘ডিপওয়াটার হরাইজন’-এর পরিচালক পিট বার্গ।
‘স্কারফেইস’ পরিচালনার জন্য দৃশ্যত ম্যাকেনজি আর বার্গের মধ্যে একধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে।
‘ব্যাটলশিপ’ এবং ‘লোন সারভাইভার’ পরিচালনার কারণে স্টুডিওর সঙ্গে তার আগে থেকেই সুসম্পর্ক। এছাড়া তিনি ‘হেল অর দ্য হাইওয়াটার’ পরিচালনার সময় ম্যাকেনজির বসের ভ‚মিকা পালন করেন।
ডেভিড প্রথম থেকেই ‘স্কারফেইস’ পরিচালনায় আগ্রহী ছিলেন তবে স্টুডিও প্রথমে আঁতোয়াঁ ফুকুয়াকে বেছে নেয়। এখন ফুকুয়া ‘দি ইকুয়ালাইজার’ সিকুয়েলে বাঁধা পড়ায় দুজনের জন্য সুযোগের দুয়ার খুলেছে।
লস অ্যাঞ্জেলেসের পটভ‚মিতে গ্যাংস্টার ড্রামাটির চিত্রনাট্য লিখেছেন দুই কোয়েন ভাই জোল আর এথান। কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করবেন দিয়েগো লুনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচালনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ