Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের জন্য স্পাই সিরিজ পরিচালনায় আর্নল্ড শোয়ার্জেনেগার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার নেটফ্লিক্সের জন্য একটি স্পাই সিরিজ পরিচালনা করবেন আর তাতে অভিনয় করবেন গ্যাব্রিয়েল লুনা। শোয়ার্জেনেগারের সহপরিচালক হিসেবে থাকবেন মনিকা বারবারো। দুই পরিচালক সিরিজে প্রধান দুই ভূমিকায় অভিনয়ও করবেন। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, সিরিজে নিয়মিত শিল্পী হিসেবে থাকবেন- জে বারুচেল, অপর্ণা ব্রিয়েল, অ্যান্ডি বাকলি, মিলান কার্টার, ফরচুন ফাইমস্টার, বারবারা ইভ হ্যারিস, ফ্যাবিয়ানা উডেনিও এবং ট্র্যাভিস ভ্যান উইঙ্কল। ২০২১ সালের মে মাসে পরিকল্পিত এই স্পাই ড্রামা সিরিজটির এখনও নামকরণ হয়নি। প্রাথমিকভাবে নেটফ্লিক্স এক ঘণ্টার আটটি পর্বের সুপারিশ করেছে। এই সিরিজে এক বাবা আর (শোয়ার্জেনেগার) এবং কন্যা (বারবারো) জানতে পারে তারা দীর্ঘদিন সিআইএর হয়ে কাজ করছে তাদের সম্পর্ক মিথ্যা, বাস্তবে তারা আগে পরস্পরকে চিনতো না। ‘রিচার’ সিরিজের লেখক-প্রযোজক নিক সান্টোরা এই সিরিজটির নির্বাহী প্রযোজক। শোয়ার্জেনেগার নিজেও পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটফ্লিক্সের জন্য স্পাই সিরিজ পরিচালনায় আর্নল্ড শোয়ার্জেনেগার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ