Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮টি মামলায় ২৮ হাজার টাকার জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৮:০২ পিএম | আপডেট : ৮:২২ পিএম, ২৭ এপ্রিল, ২০২১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৩৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ (মঙ্গলবার) নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে ৮টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা, ৪ নম্বর অঞ্চলের ১০ নম্বর ওয়ার্ডে ১১টি মামলায় ১ হাজার ৯০০ টাকা, ৬ নম্বর অঞ্চলের ৫১ নম্বর ওয়ার্ডে ১০টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা এবং ৮ নম্বর অঞ্চলের ৪৫ নম্বর ওয়ার্ডে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২৮ হাজার ২০০ টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোর্ট পরিচালনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ