Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো সিনেমা পরিচালনায় অঞ্জনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৪ এএম

চিত্রনায়িকা অঞ্জনা তার দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করলেও কখনো পরিচালনা করেননি। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এবার তিনি পরিচালনার সাথে যুক্ত হতে যাচ্ছেন। অঞ্জনা বলেন, সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সব কিছু বিবেচনা করে আমিও ভাবছি অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত। আশা করি, আমিও পাব। তিনি বলেন, যেহেতু প্রথমবার পরিচালনায় আসছি, তাই গাইড হিসেবে আমার একজন অভিভাবক থাকবেন। যদি অনুদান না পাই, তারপরও নিজ অর্থায়নে সিনেমাটি নির্মাণ করবো। তিনি বলেন, আমার প্রডাকশন থেকে সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার আশা আছে। জানি না কতটুকু পারব। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। উল্লেখ্য, অঞ্জনা এখন অভিনয় না করলেও চলচ্চিত্রাঙ্গণের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও আছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো সিনেমা পরিচালনায় অঞ্জনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ