Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের জন্য থ্রিলার পরিচালনা করবেন ক্যাথরিন বিগেলো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ক্যাথরিন বিগেলোর প্রথম পরিচয় তিনি হলিউডের একজন প্রথম সারির পরিচালক। তারপরের পরিচয় তিনি ছিলেন পরিচালক জেমস ক্যামেরনের স্ত্রী (১৯৮৯-১৯৯১)। সর্বোপরি তিনি হলেন অস্কার জয়ে প্রথম নারী পরিচালক। ২০০৯ সালে তার ‘হার্ট লকার’ সেরা ফিল্মের অস্কার পায়, তিনিও পরিচালনায় সেরা অস্কার লাভ করেন। মজার ব্যাপার হল একই বছর তার প্রাক্তন স্বামীর ‘অ্যাভাটার’ সেই দুই বিভাগে মনোনয়ন পেয়েছিল। বিগেলোর অন্যান্য ফিল্মের মধ্যে আছে- ‘নিয়ার ডার্ক’ (১৯৮৭), ‘পয়েন্ট ব্রেক’ (১৯৯১), ‘স্ট্রেঞ্জ ডেজ’ (১৯৯৫), ‘কে-নাইন্টিন : দ্য উইডোমেকার’ (২০০২), ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২) এবং ‘ডেট্রয়েট’ (২০১৭)। জানা গেছে কয়েক বছরের বিরতির পর তিনি পরিচালনায় ফিরছেন নেটফ্লিক্সের একটি থ্রিলার ‘অরোরা’ দিয়ে। ফিল্মটি নির্মিত হবে গত ৭ জুন প্রকাশিত ডেভিড কোয়েপের একই নামের উপন্যাস অবলম্বনে। বিশ্বব্যাপী বিদ্যুৎ শক্তি উৎপাদনের অচলাবস্থায় কয়েকজন মানুষের জীবন যেভাবে প্রভাবিত হয় তা নিয়ে এই কাহিনী। লেখক নিজেই চিত্রনাট্য লিখবেন। তিনি এর আগে ‘জুরাসিক পার্ক’, ‘মিশন : ইম্পসিবল’, ‘গোস্ট টাউন’ এবং ‘স্পাইডার-ম্যান’ ফিল্মগুলোর চিত্রনাট্য লিখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেটফ্লিক্সের জন্য থ্রিলার পরিচালনা করবেন ক্যাথরিন বিগেলো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ