Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইন্ডিয়ানা জোন্স’ ইব্রা

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে পরশু রাতে ইউরোপা লিগের লড়াইটা ছিল পারিবারিক। অনুমিতভাবেই পগবা পরিবারের সেই লড়াইয়ে জিতেছেন ট্রান্সফার ফির বিশ্বরেকর্ডধারী ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পলই। শেষ ৩২ এর প্রথম পর্বে বড় ভাই ফ্লোরেন্তিন পগবার দল সেন্ট ইতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে পল পগবার ইউনাইটেড। তবে জয়ের নায়ক হতে পারেননি পল। চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার পর লাল জার্সিতে প্রথম হ্যাটট্রিক করে এদিনের নায়ক জøাতান ইব্রাহিমোভিচ।
এই প্রথম পেশাদার কোন ম্যাচে মুখোমুখি হলেন পগবা সহদর। ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে মায়ের সাথে ছিলেন ফ্লোরেন্তিনের জমজ ম্যাথিয়াসও। তাদের গায়ে ছিল দুই দলেরই আধা-আধি শার্ট ও স্কার্ফ। ২৬ বছর বয়সী বড় পগবার হারে বিষাদগ্রস্ত হতে দেখা যায়নি তাদের। ম্যাচজুড়েই তাদের মুখে লেগে ছিল উচ্ছ্বাসের হাসি। শেষ সময়ে পেনাল্টি শটটা ২৩ বছর বয়সী পলকে দিয়ে করালে হয়ত আনন্দের আরেকটু রসদ পেত তারা। তবে এখনই শেষ নয়, আগামী বুধবার আবারো দেখা যাবে পগবা পরিবারের লড়াই। ও হ্যাঁ ম্যাথিয়াসও কিন্তু ফুটবলার, খেলেন ডাচ লিগের ক্লাব স্পার্টা রোটারডামের হয়ে। তবে জমজ দুই ভাই জন্মভূমি গিনির জাতীয় দলে খেললেও ছোট ভাই পল কিন্তু খেলেন তার জন্মভূমি ফ্রান্সের হয়ে।
মাঠে অবশ্য বেশি উজ্জ্বল ছিলেন পলই। প্রথমার্ধে ইব্রার ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় তার দল। দ্বিতীয়ার্ধে রাশফোর্ডের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ তারকা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি শটে মৌসুমের ২৩তম গোল দিয়ে ক্যারিয়ারের ১৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার।
এমন পরফর্ম্যান্সের পর নিজেকে ইন্ডিয়ানা জোন্স বললেন সাবেক এসি মিলান, জুভেন্টাস, বার্সেলোনা ও পিএসজি তারকা, ‘সবাই আমাকে জানে আমি অনেক দলে খেলেছি এবং আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করেছি। যেখানেই গেছি সেখানেই আমি জিতেছি। আমি ঠিক ইন্ডিয়ানা জোন্সের মত।’ কোচ হোসে মরিনহোক কাছ থেকেও তুলে নিয়েছেন পুরো নম্বর, ‘আমরা জানি ইংল্যান্ডে এটা করা কঠিন। সে তা করে দেখিয়েছে। তার জন্য এটা ছিল অসাধারণ।’
রেড ডেভিলরা সহজে জিতলেও প্রিমিয়ার লিগের বর্তমান তিন নম্বর দল টটেনহাম হয়েছে অঘটনের শিকার। বেলজিয়ান ক্লাব গেন্টের কাছে ১-০ গোলে হেরেছে স্পউসরা। এছাড়া ইতালিয়ান প্রতিপক্ষ রোমার কাছে ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ভিয়ারিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিয়া

২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ