Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ভারতে শান্ত পরিবেশ বজায় রাখার আহবান

১৪টি মুসলিম সংস্থার খোলা চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

সা¤প্রতিক সা¤প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে ঈদের আগে শান্ত পরিবেশ বজায় রাখা ও শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় মুসলিম সংস্থাগুলো।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত ওলামায়ে হিন্দ এবং অন্যান্য ১৪টি সংস্থার সভাপতির স্বাক্ষরিত একটি খোলা চিঠিতে বলা হয়েছে: ‘সমস্ত মুসলমানদের উচিত ঈদগাহে যাওয়ার পথে এবং বাড়ি ফেরার সময় উভয়েই শান্ত এবং সংযত হওয়া। যারা তাদের উসকানি দেওয়ার চেষ্টা করে তাদের শিকার হওয়া উচিত নয়। ঈদের খুতবায় অত্যন্ত সতর্ক ও পরিষ্কার ভাষা ব্যবহার করুন, যাতে আপনার বলা কোনো কিছুই বিকৃত না হয়।
‘ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্য গড়ে তোলার সুযোগ করে দেয় সমাজবিরোধী ও অপশক্তির দ্বারা বিদ্বেষ ছড়ানো ও স্বার্থান্বেষী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মাধ্যম। এতসব উন্নয়নের মধ্যে রমজান মাস চলতে থাকে আর কয়েকদিন পর আসছে ঈদুল ফিতর।
‘মুসলমানদের উচিত তাদের স্বদেশীদের সাথে তাদের আনন্দ ভাগাভাগি করে ঈদ-উল-ফিতর উদযাপন করা, এটিকে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তি ও বন্ধুত্ব প্রতিষ্ঠার একটি উপলক্ষ করে তোলা’।
চিঠিতে আরো বলা হয়, কোনো অসামাজিক ও অশুভ উপাদান যেন নাশকতা সৃষ্টির সুযোগ না পায়। অসামাজিক উপাদানগুলোকে দমন করার জন্য, মুসলিম সংস্থাগুলো তাদের নিজ নিজ উপনিবেশ এবং এলাকায় শান্তি কমিটির সাথে বৈঠক করার পরামর্শ দিয়েছে।
‘যদি কেউ দুষ্টুমি করার চেষ্টা করে, তাহলে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করুন। স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করুন এবং নিশ্চিত করার চেষ্টা করুন যে, তারা কোন অবস্থাতেই আইনশৃঙ্খলার ক্ষতি হতে দেবে না।
‘রাজ্য, জেলা এবং স্থানীয় স্তরে অন্যান্য ধর্মের প্রতিনিধিদের সাথে দেখা করুন। তাদের কাছে একটি আবেদনও জারি করা উচিত যাতে লোকেরা কোনো রাজনৈতিক দল বা কোনো দুষ্টু গোষ্ঠীর চাপে এমন কিছু না করে যা দেশের পরিবেশ নষ্ট করে দেয়’ -চিঠিতে যোগ করা হয়েছে।
সংগঠনগুলো ঈদগাহের বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করারও আহŸান জানিয়েছে। সূত্র : সিয়াসাত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অল ইন্ডিয়া মুসলিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ