Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চম ‘ইন্ডিয়ানা জোন্স’ কাস্টে যোগ দিলেন ম্যাডস মিকেলসেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

অভিনেতা ম্যাডস মিকেলসেন ‘ইন্ডিয়ানা জোনস’ ফ্র্যাঞ্চাইজের নির্মিতব্য পঞ্চম পর্বে যোগ দিয়েছেন হ্যারিসন ফোর্ড এবং বিবিসির ট্র্যাজিকমেডি ‘ফ্লিব্যাগ’ নির্মাতা ফিবি ওয়ালার-ব্রিজের সঙ্গে। নতুন এই পর্বটি পরিচালনা করবেন জেমস ম্যানগোল্ড; আগের চারটিই পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। স্পিলবার্গ ক্যাথলিন কেনেডি, ক্যাথি, ফ্র্যাঙ্ক মারশাল এবং সায়মন ইমানুয়েলের সঙ্গে পঞ্চম পর্বের প্রযোজকের দায়িত্ব পালন করবেন। ফোর্ড পঞ্চমবারের মত প্রত্নতাত্তিক অ্যাডভেঞ্চারার ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় ফিরবেন। তিনি ৪০ বছর আগে সিরিজের প্রথম পর্ব ‘ রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’এই যাত্রা শুরু করেন। এর পর তিনি এই ভূমিকায় অভিনয় করেছেন ১৯৮৪’র ‘ইন্ডিয়ানা জোন্স ইন দ্য টেম্পল অফ ডুম’ ১৯৮৯’র ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’। নতুন ফিল্মটির কাহিনীর আভাস পাওয়া যায়নি মিকেলসনের ভূমিকাও জানা যায়নি। সঙ্গীত পরিচালক জন উইলিয়ামস নতুন ফিল্মটির যন্ত্রসঙ্গীত পরিচালনার জন্য ফিরছেন। সিরিজের প্রথম পর্ব ‘ রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’-এর স্কোরও তার করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিয়ানা জোনস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ