Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তির তারিখ পেল পঞ্চম ‘ইন্ডিয়ানা জোন্স’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

সাদা ফেডোরা মাথায় হাতে চাবুক নিয়ে অ্যাডভেঞ্চারার-প্রত্নবিজ্ঞানী ইন্ডিয়ানা জোন্স পর্দায় ফিরছে আগামী বছর। পঞ্চম ফিল্মটি মুক্তি পাবে জুন ৩০, ২০২৩-এ। সেই ১৯৮১তে প্রথম পর্ব ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’-এর ৪০ বছর পর ইন্ডির ভূমিকায় আবার ফিরবেন হ্যারিসন ফোর্ড (৭৯)। ফোর্ড জানিয়েছেন, ফিল্মের কাজ প্রায় শেষ এখন জন উইলিয়ামসের সঙ্গীতের কাজ চলছে। স্টিভেন স্পিলবার্গের কাছ থেকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন জেমস ম্যানগোল্ড। তিনি সহচিত্রনাট্যকারও। এর আগে ফিল্মটির জুলাই, ২০২০-এ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে এই বছর ২২ জুলাই এবং সবশেষে এই তারিখ চূড়ান্ত করা হয়। বলাই বাহুল্য অতিমারীর কারণে এই তারিখের অদল বদল। আর এর মধ্যে অন্যতম প্রযোজক স্পিলবার্গ তার পরিচালনায় ‘ওয়েস্ট সাইড স্টোরি’ নিয়ে ব্যস্ত ছিলেন। ‘ইন্ডিয়ানা জোন্স’ পঞ্চম পর্বে আরও অভিনয় করেছেন অ্ন্েতানিও বান্দেরাস, ফিবি ওয়ালার-ব্রিজ, ম্যাডস মিকেলসসেন, বয়েড হলব্রুক, শনেট রেনি উইলসন, টমাস ক্রেশম্যান এবং টোবি জোন্স। স্পিলবার্গের সঙ্গে প্রযোজনা করেছেন ক্যাথলিন কেনেডি এবং সায়মন ইমানুয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তির তারিখ পেল পঞ্চম ‘ইন্ডিয়ানা জোন্স’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ