Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস ৩’-এর জাজ উর্মিলা মাতন্দকার-ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৪ এএম

এক মাস আগে রেমো ডি’সুজা ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’-এর বিচারক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আরও দুজন জাজকে চূড়ান্ত করা হয়েছে সম্প্রতি। এরা দুজন অভিনেত্রী উর্মিলা মাতন্দকর এবং ভাগ্যশ্রী ছাড়া আর কেউ নন। উর্মিলা এর আগে জাজ হলেও ভাগ্যশ্রীর জন্য এই দায়িত্ব প্রথম। বর্তমানে তিনি স্বামী হিমালয় দাসানির সঙ্গে ‘স্মার্ট জোড়ি’ রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন। উর্মিলা অতীতে ‘সুপারস্টার্স’ এবং ‘ঝলক দিখলা যা’র মত রিয়েলিটি শোগুলোতে দায়িত্ব পালন করেছেন, তবে শেষ এমন অনুষ্ঠানে অংশ নেবার পর লম্বা একটা সময় কেটে গেছে। ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’ অনুষ্ঠানটিতে মায়েরা তাদের নাচের প্রতিভা প্রদর্শন করে থাকে। শেষ সিজনে অনুষ্ঠানটিতে জাজ ছিলেন গোবিন্দা, গীতা কাপুর এবং টেরেন্স লুইস। ভাগ্যশ্রী ‘ঝলক দিখলা যা’র তৃতীয় সিজনে অংশ নিয়েছিলেন। বর্তমানে ফিল্ম থেকে সরে থাকা উর্মিলা প্রায় এক দশক আগে মারাঠি রিয়েলিটি শোতে জাজের দায়িত্ব পালন করেছিলেন। উর্মিলা এর আগে এক সাক্ষাতকারে জানান, তিনি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরবেন, তবে অতিমারীর কারণে তা স্থগিত আছে। তিনি জানান, ভাল কোনও অফার না পাওয়ায় তাকে পর্দায় দেখা যাচ্ছে না। ‘রঙ্গিলা’র নৃত্য পটীয়সী তারকা উর্মিলার জন্য ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস ৩’ ভাল একটি ফেরার সুযোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস ৩’-এর জাজ উর্মিলা মাতন্দকার-ভাগ্যশ্রী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ