Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইন্ডিয়ানা জোন্স’ কাস্টে যোগ দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

ব্রিটিশ অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ প্রত্নতাত্ত্বিক অ্যাডভেঞ্চার সিরিজ ‘ইন্ডিয়ানা জোন্স’-এর আসন্ন পঞ্চম পর্বের শিল্পী তালিকার যোগ দিয়েছেন। প্রতিবারের মত এবারও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ে ফিরবেন হ্যারিসন ফোর্ড। সঙ্গীত পরিচালক জন উইলিয়ামস নতুন ফিল্মটির যন্ত্রসঙ্গীত পরিচালনার জন্য ফিরছেন। ৪০ বছর আগে সিরিজের প্রথম পর্ব ‘ রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’-এর স্কোরও তার করা। উইলিয়ামসের অবিস্মরণীয় যন্ত্রসঙ্গীত রোমাঞ্চ, সাসপেন্স, রোমান্স এবং উত্তেজনার প্রতিটি মুহূর্তকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল সেই প্রথম ফিল্ম থেকে। সুতরাং সিরিজের ভক্তদের প্রত্যাশা সেই পুরনো আবহ ফিরিয়ে আনবেন তিনি পঞ্চম এই পর্বে। এই পর্বের পরিচালক হিসেবে জেমস ম্যানগোল্ড বলেছেন, “সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে হাত মেলাতে পেরে এই নতুন অ্যাডভেঞ্চার শুরুর আগে আমি রোমাঞ্চিত। আমার কাছে স্টিভেন (স্পিলবার্গ), হ্যারিসন (ফোর্ড), ক্যাথি (ক্যাথলিন কেনেডি), ফ্র্যাঙ্ক (মারশাল) এবং জনের (উইলিয়ামস) মত শৈল্পিক হিরো। যখন ফিবির মত ঝলমলে প্রতিভাবান শিল্পী এসে যোগ দেয় সন্দেহাতীতভাবে নিজেকে ভাগ্যবান মনে হয় ঠিক ইন্ডিয়ানা জোন্সের মত।” (ক্যাথলিন কেনেডি, স্টিভেন স্পিলবার্গ, ক্যাথি, ফ্র্যাঙ্ক মারশাল এবং সায়মন ইমানুয়েল পঞ্চম পর্বের প্রযোজক। ২০২২ সালে ২৯ জুলাই ‘ইন্ডিয়ানা জোন্স ৫’ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ