Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে নতুনভাবে আসছেন সোহেল মেহেদী

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেড় যুগেরও বেশি সময় ধরে গান করছেন সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। বাজারে তার ৬টি একক অ্যালবাম রয়েছে। সর্বশেষ গত বছর জি-সিরিজের ব্যানারে ‘কথা দাও’ শিরোনামের একক অ্যালবাম বাজারে আসে। অ্যালবামের বেশ কয়েকটি গান বেশ আলোচনায় ছিল। তবে এবারের ভালোবাসা দিবসে তিনি নিয়ে আসছেন নিজেকে নতুনরূপে। রেজাউর রহমান রিজভীর লেখা এবং রাজন সাহার সুর সঙ্গীতে ‘শুভদৃষ্টি’ গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। জি-সিরিজের ব্যানারে এই নতুন মিউজিক ভিডিওটি ইউটিউবে পাওয়া যাবে ভালোবাসা দিবসের দিন থেকে। এর কথা এবং গানের সুর সঙ্গীতায়োজন নিয়ে দারুণ আশাবাদী সোহেল মেহেদী। সোহেল মেহেদী বলেন, ‘আমি গান করি মনের টানে, ভালোলাগা থেকে। তাই চেষ্টা করি ভালো গান করতে। শুভদৃষ্টি গানটি সবার মন ছুঁয়ে যাবে এটা আমার প্রত্যাশা। আমার বিশ্বাস এই গান শ্রোতা দর্শকের মনে অন্যরকম দোলা দেবে।’ এদিকে ভালোবাসা দিবসে সোহেল মেহেদী’র ‘কথা দাও’ অ্যালবামেরও আরেকটি গান মিউজিক ভিডিও আকারে আসছে। দুটিই নির্মাণ করেছেন ইয়ামিন এলান। এছাড়া চলতি মাসেই ধ্রæব মিউজিক স্টেশন থেকে তার গাওয়া নতুন আরেকটি গান বাজারে আসবে। এই গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। এখনো এই গানের রেকর্ডিং-এর কাজ হয়নি। সোহেল মেহেদীর প্রথম একক অ্যালবাম ছিল ২০০০ সালে সঙ্গীতা থেকে প্রকাশিত ‘বুকের ভেতর কষ্ট’। তার অন্য চারটি অ্যালবাম হচ্ছে ‘অভিমানী ফিরে আসোনি’, ‘ইচ্ছে করে’, ‘তুমি বড় স্বপ্ন বিলাসী’, ‘মেঘের ভাজে’। অজয় কুমার দাশ, অর্ধেন্দু ব্যানার্জি, তপন কুমার ভট্টাচার্য’র কাছে তালিম নেয়া সোহেল মেহেদী সঙ্গীতে তালিম নিয়েছেন। তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘পুলিশ অফিসার’ চলচ্চিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা

২৫ মার্চ, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ