প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার শূন্যতা’। প্রচার হবে আজ রাত ১০ টায়। রেজা নূরের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন শ্যামল মওলা, নাদিয়া আহমেদ, সাদিয়া জাহান সাজিন, জিনাত রেহানা লুনা প্রমুখ। নাটকের কাহিনী সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনী। ঢাকা শহরে নামকরা একজন ব্যবসায়ী শ্যামল মওলা। ব্যস্ততার কারণে বিয়ে নিয়ে ভাবাই হয়নি। কিন্তু বড় বোন বিষয়টি মানতে পারে না। ভাইয়ের বিয়ের জন্য নানা টেনশন কাজ করে তার। একদিন বড় বোন অফিসে গিয়ে হাজির। ছোট ভাইকে বিয়ের জন্য চাপ দেন। ভাই বিয়ে করতে রাজী নয়। বিয়ে করার সময় তার নেই। বোন তা মানতে নারাজ। বিয়ে তাকে করিয়েই তার শান্তি। পাত্রীর একটি ছবি ভাইয়ের টেবিলে রেখে যান। পাত্রী পছন্দ হলেই সেই মেয়েটির সাথে তার বিয়ে হবে। কাজের চাপে পাত্রীর ছবিটা পর্যন্ত তার দেখা হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।