Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষার প্রতি ভালোবাসা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

স্বাভাবিক সময়ে হয়ত ঘটা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সুযোগ হতো। কিন্তু করোনাভাইরাসের সুরক্ষা বলয়ে থাকার কারণে অনলাইনেই ভাষার প্রতি ভালোবাসা ও শহীদদের স্মরণ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল এখন চট্টগ্রামে, নারী ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিতে আছেন নিউজিল্যান্ড। যার যার অবস্থানে থেকেই নিজেদের ভাবনা, আবেগ প্রকাশ করেছেন তারা। ওয়ানডে সিরিজ খেলতে আগের দিন চট্টগ্রাম যায় বাংলাদেশ দল। ওই দিন বিকেলেই নামে অনুশীলন। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য অনুশীলন ছিল বন্ধ। হোটেল কক্ষ বসেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ আগের দিন চট্টগ্রাম যাননি সাকিব আল হাসান। গতকালই যোগ দেওয়ার কথা তার। দলের শীর্ষ অলরাউন্ডার তার ফেসবুক পোস্টে দিনটি স্মরণ করেছেন এভাবে, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’ অনলাইনে ভাষা মার্জিত রাখার সচেতনামূলক একটি টিভিসিও তার পেজ থেকে শেয়ার করেছেন তিনি।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন একই অনুভূতির কথা, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছবি পোস্ট করে জানিয়েছেন শ্রদ্ধা, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ ওপেনার লিটন কুমার দাস তার পোস্ট লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’ জাতীয় দলের বাইরে থাকায় সশরীরে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার সুযোগ ছিল পেসার রুবেল হোসেনের। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ছবি পোস্ট করে অমর একুশে উদযাপন করেছেন তিনি, ‘বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।’
নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম জাতীয় পতাকা জড়ানো ছবিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষার প্রতি ভালোবাসা

২২ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ