Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক টিভির ভালোবাসা দিবসের আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাগরিক টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ রাত ১০টায় প্রচার হবে ভালোবাসার নাটক ‘এই অবেলায়’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানিজন তিশা। ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার হবে ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’। রাত ১০টায় প্রচার হবে ভালোবাসার নাটক ‘এই সন্ধ্যাটা ভালোবাসার’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা। এছাড়া ১৪ ফেব্রুয়ারি দিনভর প্রচার হবে ভালোবাসার সিনেমা। সকাল সাড়ে ছয়টায় নাগরিক প্রভাতী সিনেমা ‘জীবন সংসার’। সকাল ৯টায় নাগরিক সকালের সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’। দুপুর ১১টা ৫০ মিনিটে নাগরিক দুপুরের সিনেমা ‘সবার উপরে তুমি। বিকেল ৩টায় নাগরিক বিকেলের সিনেমা ‘মা আমার স্বর্গ। রাত ১১টা ৩০ মিনিটে নাগরিক রাতের সিনেমা ‘সুন্দরীবধূ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিক টিভির ভালোবাসা দিবসের আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ