Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে রিয়াজ লিটনের অ্যালবাম একই শহরে

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : লেজার ভিশনের ব্যানারে ভালোবাসা দিবসে আসছে কণ্ঠশিল্পী রিয়াজ লিটনের প্রথম একক অ্যালবাম ‘একই শহরে’। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। অ্যালবামের গান লিখেছেন রেজাউর রহমান রিজভী, খসরু পারভেজ, সজীব শাহরিয়ার, ওয়ালিদ আহমেদ ও রিয়াজ লিটন। অ্যালবামটিতে ৩টি গানে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নদী, শশী ও অবন্তী সিঁথি। রিয়াজ লিটন বলেন, চার বছর ধরে বেশ যতœ সহকারে ‘একই শহরে’ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত করেছেন সজীব দাস। শুরু থেকেই পাশে ছিলেন ওয়ালিদ আহমেদ। কৃতজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের আরিফ ভাই ও মাজহার ভাইয়ের প্রতি, যাদের আন্তরিকতায় অ্যালবামটি আলোর মুখ দেখেছে। আশা করছি গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা

২৫ মার্চ, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ