Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ-এর নতুন মিউজিক ভিডিও

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে কুমার বিশ্বজিতের নতুন মিউজি ভিডিও। ‘জোছনার বর্ষণে আনমনা এই মনে, ধূসর স্মৃতির খেলা চোখেরই কোণে’ শিরোনামে গানটির রেকর্ডিং কাজ সম্পন্ন হয়েছে কুমার বিশ্বজিৎ-এর নিজস্ব স্টুডিওতে। গানের তথা লিখেছেন তারেক তুহিন এবং সুর সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। মিউজিক ভিডিও নির্মাণ করেন চন্দন চৌধুরী। চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হবে। এতে মডেল থাকলেও কুমার বিশ্বজিৎকেও কিছু কিছু অংশে দেখা যাবে বলে জানান কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানের কথা, সুর খুব ভালো লেগেছে আমার। অনেকদিন পর একটি গানের কথা, সুর আমার প্রাণে ধরেছে। তাই এই গানটিই ভালোবাসা দিবসে আমার ভক্ত শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার মন ছুঁয়ে যাবে।’ কুমার বিশ্বজিৎ জানান গানটি প্রচারে আসবে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ব্যানারে। এদিকে ফেব্রæয়ারি মাসজুড়ে স্টেজ শো’তে ব্যস্ত সময় পার করবেন কুমার বিশ্বজিৎ। ৯ ফেব্রæয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ান’, ১০ ফেব্রুয়ারি কুমিল্লা রোটারী ক্লাব, ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ কলেজ এবং ১৮ ফেব্রুয়ারি গলফ ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা

২৫ মার্চ, ২০২২
২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ