Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুব হকিতে গোল উৎসব

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতায় গোল উৎসবে মেতেছিলো ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় ঢাকা জেলা ১২-০ গোলে বিধ্বস্ত করে পটুয়াখালী জেলাকে। ঢাকার পক্ষে আরমান হোসেন হ্যাটট্রিকসহ চারটি, শিহাব হোসেন তিনটি, রায়হান উদ্দিন দু’টি এবং তানজিম আহমেদ, মো: সোহেল ও রাতুল আহমেদ অনিক একটি করে গোল করেন। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ড ৯-০ গোলে উড়িয়ে দেয় নারায়ণগঞ্জ জেলাকে। বিজয়ী দলের পরিমল মার্ডি চারটি, প্রমোদ দেওয়ান দু’টি এবং আশরাফুল আলম, তাহমিদ হক ও আকিব হোসেন একটি করে গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ