Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন বিক্ষোভ সমাবেশে যুব মজলিস নেতৃবৃন্দ

অন্যথায় রমজানের পরে সরকার পতনের আন্দোলন শুরু হবে-

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ৪:৪৫ পিএম

আসন্ন রমজানের আগেই মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় রমজানের পরে ইসলাম বিদ্বেষী সরকারের পতনের আন্দোলন শুরু হবে। আলেমদের কারাবন্দি রেখে ইসলামের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। বর্তমান সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। গ্রেফতার নির্যাতন মিথ্যা মামলা দিয়ে আলেমদের ওপর স্টীম রোলার চালানো হচ্ছে। মনে রাখবেন আপনাদের জন্যই কারাগার অপেক্ষা করছে। আগামী ১১ মার্চ কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা সম্মেলন থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা শরীফ হোসেন, মাওলানা জাহিদুজ্জামান, মোল্লা মো. খালেদ সাইফুল্লাহ, মাওলানা জাকির হোসেন ও হাফেজ মিজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ