Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৭ নেতার বাড়ে বিগড়ে যাওয়া লিফট ভাঙলেন যুবলীগের নেতা কর্মীরা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ এএম | আপডেট : ১:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩


নগরীর সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের লিফটে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৪০ মিনিট পর লিফট ভেঙে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যার পর মাকের্টের আইটি পার্কে উঠা-নামায় ব্যবহৃত লিফটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় আইটি পার্কের কনফারেন্স হলে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলসহ অন্যান্যরা। এর মধ্যে মাগরিবের নামাজের পরপরই অনুষ্ঠান শেষ করে শহিদুল হক চৌধুরী রাসেলসহ প্রায় ১৭ জন নেতা-কর্মী নেমে আসার পথে লিফটি আটকে যায়। ঘটনা প্রসঙ্গে শহিদুল হক চৌধুরী রাসেল সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুর ব্যাংকক মাকের্টের উপরে অবস্থিত আইটি পার্কের হলে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি শেষ করে আমরা বেশ কয়েকজন নেমে আসতেই মধ্যখানে লিফট আটকে যায়। প্রায় ৪০ মিনিট ধরে আটকে ছিলাম লিফটের ভেতর। পুরো সময়টাই ছিল রুদ্ধশ্বাসের। লিফট থেকে বের হওয়ার কোন সুযোগই ছিল না। পরবর্তীতে ছোটভাইরা লোহার রড দিয়ে লিফট ভেঙে আমাদের বের করে আনে। তিনি বলেন, আইটি পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন নিম্নমানের লিফট থাকাটা দুঃখজনক। মানুষের জীবন নিয়ে যেন খেলা করা হচ্ছে। যারা এসব নিম্নমানের লিফট সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিফটে অতিরিক্ত লোকজন উঠে যায়। এতে সেটি বিগড়ে যায়। ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা আসার আগেই লিফট ভেঙে যুবলীগের নেতাদের বের করে আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ