পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে এখন থেকে নজরদারির আওতায় নেওয়ার কথা জানিয়েছেন সদ্য হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তিনি দাবি করেছেন, তেহরানের ব্যালাস্টিক মিসাইল পরীক্ষার প্রেক্ষিতে এই নজরদারি শুরু করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এই খবর জানিয়েছে। এদিকে ট্রাম্পের জাতীয় উপদেষ্টা ফ্লিন ইন্ডিপেনডেন্টকে বলেছেন, ইচ্ছাকৃতভাবেই উসকানি তৈরি করছে তেহরান। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতে ইরান হলো বৈরী দেশ। গত শুক্রবারের নির্বাহী আদেশে তিন মাসের জন্য যে ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, ইরান তারমধ্যে অন্যতম দেশ। দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শরণার্থী কর্মসূচি চার মাসের জন্য স্থগিত করেন তিনি। এই আদেশে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলিমদের বদলে খ্রিস্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়। এই নির্বাহী আদেশের বিপরীতে তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ধের হুমকি দেন তারা। পাশাপাশি মার্কিন কর্মকর্তারা গত সোমবার ফক্স নিউজকে জানান, মাঝারি পাল্লার এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান। তবে ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ১০ কিলোমিটার যাওয়ার পরই বিস্ফোরিত হয়। ফলে এ পরীক্ষা ব্যর্থ হয়। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উসকানিমূলক আখ্যা দিয়েছেন ট্রাম্পের জাতীয় উপদেষ্টা ফ্লিন। মার্কিন জোটের ওপর হামলা চালানো হুতি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগও করেন ফ্লিন। তবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা কী পদক্ষেপ নেবেন, তা এখনও নির্ধারণ করেননি তারা। তিন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাও একইভাবে বলেছেন, ইরানকে পাল্টা কী জবাব দেওয়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত ভাবনার প্রাথমিক স্তরে রয়েছেন তারা। এদের একজন জানান, আমরা খুবই ভাবনা-চিন্তার মধ্যে আছি। সম্ভাব্য সবরকম পথের কথাই ভাবছি। গত মঙ্গলবার ওই মাঝারি পাল্লার ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা নিশ্চিত করে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘানের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানায়। খবরে বলা হয়, এ পরীক্ষার ক্ষেত্রে দেশটি তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কিত পশ্চিমাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহঘান। দ্য ইন্ডিপেনডেন্ট, আল-জাজিরা, ফক্স নিউজ, গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।