Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নার-ম্যাক্স ঝড়ে সিরিজ অস্ট্রেলিয়ার

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুই ক্ষ্যাপাটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও গেøন ম্যাক্সওয়েলের ব্যাটের তেজ আর পাকিস্তানের ফিল্ডিং মিসের মহড়া- দুইয়ে মিলে ৮৬ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও ৩-১এ নিশ্চিত করল অজিরা।
এমনিতেই অস্ট্রেলিয়ার মাটিতে সাড়ে তিনশ’ রান তাড়া করে জয়ের কোন রেকর্ড নেই। সেখানে পাকদের লক্ষ্য ছিল ৩৫৪ রানের। জিততে হলে তাই অতিদানবীয় কিছুই করে দেখাতে হত আজহার আলীর দলকে। সারজিল খানের ঝোড়ো শুরুর পর মোহাম্মাদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটে একসময় জয়র স্বপ্নও দেখছিল তারা। কিন্তু দুই ঘূর্ণি বোলার অ্যাডাম জাম্পা ও ট্রেভিস হেড সফরকারীদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেননি। প্রত্যাশা পূরণ করতে পারেননি পাক লোয়ার মিডিল-অর্ডার ব্যাটসম্যানরাও। ৪৩.৫ ওভারে তাই ২৬৭ রানে থেমে যায় তাদের ইনিংস। ৪৭ বলে ১০ চার ও ৩ ছয়ে ৭৪ রান করেন সারজিল। চল্লিশোর্ধো ইনিংস খেলেন হাফিজ ও শোয়েব মালিক। ৩টি করে উইকেট নেন জাম্পা ও জস হ্যাজেলউড। দুই উইকেট নেন হেড।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯২ রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। উসমান খাজা ৩০ রানে ফিরলেও ক্যারিয়ারের ১৯তম শতক তুলে নেন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-স্মিথ গড়েন ১৮ ওভারে ১২০ রানের জুটি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শতকটি অজি ওপেনার সাজান ১১৯ বলে ১১টি চার ও ২ ছয়ে। ৩৫ বলে ফিফটি করার পর ৯৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ওয়ার্নার। অধিনায়ক স্মিথ গড়েন ৪৮ বলে ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস। পরে ব্যাট হাতে ঝড় তোলেন গেøন ম্যাক্সওয়েল ও ম্যাথু হেড। ৪৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেন ম্যাক্স, ৩৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৫১ রান আসে হেডের ব্যাট থেকে। বল হাতে ক্যারিয়ার সেরা নৈপূণ্য দেখান হাসান আলী (৫/৫২)। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় দিনটাকে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না ২২ বছর বয়সী ডানহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৫৩/৬ (খাজা ৩০, ওয়ার্নার ১৩০, স্মিথ ৪৯, হেড ৫১, ম্যাক্সওয়েল ৭৮; হাসান আলী ৫/৫২, আমির ১/৭৫)।
পাকিস্তান : ৪৩.৫ ওভারে ২৬৭ (সারজিল ৭৪, বাবর ৩১, হাফিজ ৪০, শোয়েব মালিক ৪৭; হ্যাজেলউড ৩/৫৪, জাম্পা ৩/৫৫, হেড ২/৬৬)।
ফল : অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : ডেভিড ওয়ার্নার।
সিরিজ : অস্ট্রেলিয়া ৩-১এ এগিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ