Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে জলমহাল নিয়ে সংঘর্ষ ৩ জন নিহত প্রসঙ্গে যুবলীগের ব্যাখ্যা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার দিরাইয়ে জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামী-যুবলীগের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে আওয়ামী যুবলীগ। গতকাল শুক্রবার বিকালে সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এ যুক্তবিবৃতিটি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
বিবৃতিতে যুবলীগের শীর্ষ এ দুই নেতা বলেন, সুনামগঞ্জ জেলার দিরাইয়ে জলমহল দখল করা নিয়ে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষে ৩ জন নিহতের কথা উল্লেখ করে বিভিন্ন গণ-মাধ্যমে গত ১৮ জানুয়ারী (বুধবার) সংবাদ প্রচার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২ দিন ধরে যুবলীগকে দায়ী করে কয়েকটি দৈনিকে এ ধরনের খবর প্রচার অব্যাহত রয়েছে। এ ধরনের খবর আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের দৃষ্টিগোচর হওয়ায় উক্ত ঘটনার নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সুনামগঞ্জের দিরাইয়ে বা ঐ এলাকার একরার হোসেন ও মকসুদ আহম্মেদ নামে যুবলীগের কোন নেতাকর্মী নাই। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী যুবলীগের ভাবমর্যাদা ক্ষুণœ করার জন্য যুবলীগের নাম ব্যবহার করে এক ধরনের বিভ্রান্তিকর ও পরিকল্পিত চক্রান্ত হয়ে থাকতে পারে। যুবলীগ মনে করে এ সংগঠনে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও অস্ত্রবাজের কোন স্থান নাই। আইন তার নিজস্ব গতিতে চলবে বলে যুবলীগ বিশ্বাস করে। আমাদের সংগঠনের কোন নেতাকর্মী অপরাধে জড়িত হলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাখ্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ