Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. বৈদ্যর বইয়ে পবিত্র কুরআনের অপব্যাখ্যা -১০১ বিশিষ্ট আলেমের নিন্দা

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ লেখক ডা. কালিদাস বৈদ্য ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামের একটি বইয়ে পবিত্র কুরআনের কয়েকটি সূরার আয়াতের কাল্পনিক ও মিথ্যা ব্যাখ্যা দেয়ায় ১০১ জন বিশিষ্ট আলেম তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। গতকাল এক যুক্ত বিবৃতিতে আলেমগণ বলেন, ডা. কালিদাস বৈদ্য বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব নামে অত্যন্ত জঘন্য ও বিভ্রান্তিকর একটি বই লিখেছেন। বইটির প্রকাশক শ্রী শংকর কর্মকার, কর্মকার বুকস্টল, ১০৪ রামলাল বাজার, কোলকাতা-৭০০০৭৮। বইটিতে লেখক পবিত্র কুরআন মজিদের সূরা তওবার ৫নং আয়াত, সূরা নিসার ৮৯নং আয়াত, সূরা আনফালের ৩৯ নং আয়াত, সূরা মোহাম্মদ-এর ৪নং আয়াতের কাল্পনিক ও মিথ্যা ব্যাখ্যা দিয়েছেন, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আলেমগণ বলেন, বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম, খতিবসহ প্রত্যেক মুসলমানের উচিত ও ঈমানী দায়িত্ব হচ্ছে এই আয়াতগুলির অপব্যাখ্যা দ্বারা যাতে কোনো রূপ বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য আয়াতসমূহের সঠিক ব্যাখ্যা তুলে ধরে জনগণকে সচেতন করা। তারা এ জন্য দেশের আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিবসহ প্রত্যেকে নিজ নিজ অবস্থানে জুম’আর খুৎবায়, ওয়াজ মাহফিলে, আয়াতগুলির সঠিক ব্যাখ্যা তুলে ধরার উদাত্ত আহবান জানান। বিবৃতিদানকারী আলেমগণ হচ্ছেন, লালবাগের মুফতী আবুল কালাম, যাত্রাবাড়ীর মাওলানা আব্দুল হক, ফরিদাবাদের মাওলানা আব্দুল মজিদ, মালিবাগের মুফতী নুরুল আলম, বারিধারার মুফতী মুনতাসির আহমেদ, মোহাম্মদপুরের মাওলানা মাহফুজুল হক, উত্তরার মুফতী ফজলুল করিম, গাজীপুরের মাওলানা জিয়াউর রহমান, টংগীর মুফতী জয়নুল আবেদীন, সাভারের মাওলানা বদরুল আলম ও তেজগাঁও-এর মুফতী মনিরুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. বৈদ্যর বইয়ে পবিত্র কুরআনের অপব্যাখ্যা -১০১ বিশিষ্ট আলেমের নিন্দা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ