Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফবিআই’র কাছে ব্যাখ্যা দাবি করেছেন হিলারি

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এফবিআই-এর নতুন ইমেইল তদন্তের ব্যাখ্যা দাবি করেছেন হিলারি ক্লিন্টন। মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ইমেইল ব্যবহার ও তা ফাঁসের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করতে যাওয়ার প্রেক্ষিতে এ দাবি করেন তিনি। ২০১৫ সালে প্রথম এই অভিযোগটি উঠলেও তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। খবরে বলা হয়, এই নতুন তদন্তের ব্যাখ্যা দাবি করে হিলারি বলেন, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনও পরিবর্তন হবে না। তবে তিনি নতুন তদন্ত কেন জরুরি এ বিষয়ে এফবিআই-এর কাছে অবিলম্বে ব্যাখ্যা দাবি করেছেন। গত শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে হিলারি সাংবাদিকদের সামনে দাবি করেন, নির্বাচনের যখন মাত্র ১১ দিন বাকি, তখন ভোটারদের অবশ্যই সব তথ্য জানানো অপরিহার্য। তিনি বলেন, মার্কিন জনগণকে অবিলম্বে পরিপূর্ণ ব্যাখ্যা জানাতে হবে। এফবিআই-কে অনতিবিলম্বে প্রশ্নোত্তরের মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা করাও জরুরি। তদন্তের বিষয়ে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন উল্লেখ করে হিলারি সতর্ক করে বলেছেন, আমরা সম্ভবত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ১১দিন দূরে রয়েছি। এর আগে এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এক চিঠিতে নতুন তদন্তের বিষয়ে অবগত করেছেন। এফবিআই’র পরিচালক জেমস কোমি জানিয়েছেন, তদন্তকারীরা হিলারির মেইলগুলোতে কোনও বিশেষ তথ্য আছে বা কোনও বিশেষ বার্তা বহন করে কিনা, তারা তা খতিয়ে দেখছেন। এফবিআই ইতোমধ্যে ডেমোক্র্যাট প্রার্থীর ব্যক্তিগত ইমেইল সার্ভারে বেশ কিছু স্পর্শকাতর তথ্য পেয়েছে। তিনি আরও বলেন, আবেদিন ও ওয়েনারের কাছ থেকে এফবিআই একটি ডিভাইস আটক করেছে। যেখানে দেখা যাচ্ছে ওয়েনার নর্থ ক্যারোলিনার এক ১৫ বছর বয়সী কিশোরীর কাছে যৌন হয়রানীমূলক বার্তা পাঠিয়েছেন। তবে এফবিআই-এর প্রধান কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, তদন্তকারীরা ইমেইলগুলোর সন্ধান পেয়েছে। তবে আমি এখনও নিশ্চিত নয়, এই মেইলগুলো গুরুত্বপূর্ণ কিনা। আর এটাও বলা সম্ভব হচ্ছে না, এই অতিরিক্ত কাজগুলো শেষ করতে ঠিক কতো সময় লাগতে পারে। তবে জুলাইয়ে কোমি জানিয়েছিলেন, ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন অসতর্কভাবে বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেন। যা অপরাধমূলক কাজ। বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফবিআই’র কাছে ব্যাখ্যা দাবি করেছেন হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ