Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধের আহ্বান : চীনা প্রেসিডেন্টের

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের মুসলিমদের সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় লেবাসে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি তিনি ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধেরও আহ্বান জানান। পশ্চিম চীনের মুসলিম অধ্যুষিত একটি মসজিদ পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জিনজিয়াংয়ের সহিংসতাপ্রবণ পশ্চিম অঞ্চলের হুই অধিবাসী প্রায় ২১ মিলিয়ন মুসলিম রয়েছে যারা উইঘুর মুসলিম হিসেবে পরিচিত। চীনের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে কিন্তু শাসক কমিউনিস্ট পার্টির সমালোচনাও রয়েছে এই ইস্যুতে। আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় অভিযোগ তুলেছে চীনে মুসলমানদের জন্য বিশেষভাবে, ধর্মীয় অনুশীলন সীমিত করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট শি অবশ্য বলেছেন, চীনা মুসলমানদের চীনা সমাজের অংশ হিসেবে তাদের ধর্ম পালন করা উচিত। তিনি আরও বলেছেন, দীর্ঘকাল আগে থেকেই আমাদের দেশে ইসলাম  ধর্মের অনুসারিরা আছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধের আহ্বান : চীনা প্রেসিডেন্টের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ