পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গুলশান-শোলাকিয়া প্রসঙ্গ
স্টাফ রিপোর্টার : গুলশান ও শোলাকিয়ায় হামলার ব্যাপারে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গোয়েন্দাদের কাছে যে আগাম তথ্য ছিল, তাতে সুনির্দিষ্ট করে আর্টিজান বা শোলাকিয়ায় হামলা হবে তা ছিল না। তথ্য ছিল, বিভিন্ন স্থানে হামলা হতে পারে। সেখানে গুলশানের কথাও বলা ছিল।
গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ ব্যাখ্যা দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার বিষয়ে গোয়েন্দা সতর্কতা ছিল বলে দাবি করেছেন। তিনি বলেন, গুলশান এলাকায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে যে জঙ্গি হামলা হবে, তা আগে থেকেই জানতেন গোয়েন্দারা। আর সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক ছিল।
এর আগে গত রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ব্যাপারে সরকারের কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল। গুলশানের ঘটনা ঘটার তিন মিনিটের মাথায় সেখানে পুলিশ পৌঁছায়। পুলিশ আধা ঘণ্টার মধ্যে ঢুকে যেতে পারত, কিন্তু জিম্মিরা তখন কী অবস্থায় ছিলেন, সেটা বিবেচনা করতে হয়েছে।
ওই বক্তব্যের বিষয়ে গতকাল ব্যাখ্যা দিতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, হামলা হতে পারে এ ধরনের গোয়েন্দা প্রতিবেদন প্রায়ই আসে। সে জন্য তারা বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়িয়ে ছিলেন এবং সম্প্রতি এসব হামলার ঘটনার পরই সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে আগামীতে এ ধরনের যে কোনো হামলা যাতে না হয় বা হামলা মোকাবিলার বিষয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।