প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: সম্প্রতি লেবাননে স্টেজ শো শেষ করে দেশে ফিরেছেন কন্ঠশিল্পী মুহিন। দেশে ফিরেই নিজের পঞ্চম একক অ্যালবামের কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। নিজের প্রযোজনা সংস্থা ‘গল্প এন্টারটেইনম্যান্ট’ থেকে ভালোবাসা দিবসে এই অ্যালবাম আসবে বলে নিশ্চিত করেছেন মুহিন। এতে মোট সাতটি গান থাকবে। সবগুলো গানের কথা ও সুর মুহিনের নিজের। অ্যালবামের নাম রেখেছেন ‘কলিজায় লাগেরে’। এরইমধ্যে টাইটেল সং কলিজায় লাগেরে’র মিউজিক ভিডিও নির্মানের প্রস্তুতি নিয়েছেন। ২৫ জানুয়ারি এই গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করবেন। গানের কথা ও সুর মুহিনের নিজের। সঙ্গীতায়োজন করেছেন সোলস ব্যান্ডের মাসুম হোসেন। মুহিন জানান, নিজের অ্যালবামের বাইরে চলতি বছরে আর কোন নতুন গান গাইবেন না তিনি। চলতি বছরে নিজের গাওয়া গানগুলোই তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন তিনি। বছরজুড়ে একটার পর একটা মিউজিক ভিডিও করবেন অ্যালবামের গান নিয়ে। সেগুলোই তিনি ইউটিউব’সহ বিভিন্ন চ্যানেলে প্রচার করবেন। মুহিন বলেন, ২০১৭ সালটা শুধুই নিজের গানেই সময় দিবো। নতুন বছরটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। সবাই দোয়া করবেন যেন চলতি বছরটা নিজের সঙ্গীত ক্যারিয়ারে ভালো কিছু সম্পৃক্ত করতে পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।