Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাকারের কবলে টুইটার! ফাঁস হয়ে গিয়েছে ২৩ কোটি অ্যাকাউন্টের তথ্য!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৮:৩৭ পিএম

ফাঁস হয়ে গিয়েছে ২০ কোটিরও বেশি টুইটার অ্যাকাউন্টে থাকা তথ্য ও গ্রাহকদের ইমেল অ্যাড্রেসও! একটি অনলাইন হ্যাকিং ফোরামে সমস্ত তথ্য প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা। এমনই বিস্ফোরক দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হ্যাকিংয়ের ফলে টুইটারের মাধ্যমে সরকার বিরোধিতা কিংবা প্রভাবশালীদের জনসমক্ষে সমালোচনা করেন যারা, তারা চাপে পড়তে পারেন। এক ইসরাইলি সাইবার সুরক্ষা-নজরদারি ফার্মের যুগ্ম প্রতিষ্ঠাতা অ্যালন গলের দাবি, এটা সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনা।

তবে এখনও পর্যন্ত টুইটারের তরফে এই হ্যাকিং নিয়ে কোনও মন্তব্য করা যায়নি। যদিও জানা যাচ্ছে, এই হ্যাকিংয়ের রিপোর্ট প্রকাশ্যে এসেছে প্রায় ২ সপ্তাহ হয়ে গিয়েছে। সব মিলিয়ে ২৩ কোটি ৫০ লাখ টুইটেরাত্তির তথ্য ফাঁস হয়েছে বলে দাবি। আশঙ্কা, ইমেল অ্যাড্রেস হাতিয়ে নিয়ে পাসওয়ার্ড পালটে হ্যাকাররা সেগুলির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সব মিলিয়ে হ্যাকিংয়ের ঘটনা ঘিরে নানা ধরনের আশঙ্কাই তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়েও জানা গিয়েছে বহু টুইটার অ্যাকাউন্ট ও তার ইমেল বা ফোন নম্বরের মতো তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকাররা। রীতিমতো বাজারে সেই সব তথ্য বিক্রি করে দেওয়া হয়েছে। সেবার প্রায় ৫০ লাখেরও বেশি অ্যাকাউন্টের কথা জানা গিয়েছিল। এবার অবশ্য তার চেয়ে বহুগুণ বেশি তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিঃসন্দেহে চাপে ফেলবে ইলন মাস্ককেও।

প্রসঙ্গত, টুইটার কেনার পর থেকেই নানা সমস্যায় বিপর্যস্ত মাস্ক। মাইক্রোব্লগিং সাইটটির পরিচালন ব্যবস্থায় একাধিক বদল করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন টুইটারের নতুন কর্তা। বছর শেষে জানা যায়, রেকর্ড পরিমাণ সম্পত্তিও খুইয়েছেন টেসলা-কর্তা। একসময় ৩২১ বিলিয়ন মার্কিন ডলারের মালিন হয়েছিলেন তিনি। টেসলা-টুইটারের সেই মালিকই গত কয়েক মাসে খুইয়েছেন প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুইটার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ