গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর লালবাগ এলাকা হতে চোরাইকৃত ইজিবাইকসহ ইজিবাইক চোরাই চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে লালবাগ একাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
বুধবার রাতে রাজধানীর লালবাগ থানার জে. এন. সাহা রোড, কেল্লার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. জমির হোসেন গাজী (৫০), মো. মাসুদ রানা (২৮), মো. ইব্রাহিম (২২) ও মো. ফয়সাল হাওলাদার (২২)। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাইকৃত ইজি বাইক জব্দ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যা-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন এসব তথ্য জানায়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১০ এর অধিনায়ক জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর অধিনায়ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।