মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের উত্তরাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও সাত সন্তানের মৃত্যু হয়েছে। ওই সাত সন্তানের বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) চার্লি-সুর-মার্নি শহরের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কৌঁসুলি জুলিয়ান মরিনো-রোস বলেন, গত এক দশকে ওই অঞ্চলে এটি বড় আগুন লাগার ঘটনা। বাড়িটিতে মধ্যরাতে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারী ও তাঁর সাত সন্তানের মৃত্যু হয়। এ ছাড়া ওই নারীর স্বামীও দগ্ধ হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর।
রাত ১টা নাগাদ বাড়িটিতে ধোঁয়া দেখতে পেয়ে দমকল বিভাগে ফোন করেন প্রতিবেশীরা। দমকলকর্মীদের কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিদ্যুৎ চলে যাওয়ায় অভিযান ব্যাহত হয়। বাড়ির নিচতলায় থাকা কাপড় শুকানোর যন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালের পর এই দুর্ঘটনাটি সবচেয়ে মর্মান্তিক। ওই বছর ফ্রান্সের উত্তরাঞ্চলে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছিল। তাদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।