Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে একজোট হয়েছে ইংল্যান্ড-ফ্রান্স

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১০:৪৫ এএম

ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে অভিবাসীদের স্রোত ঠেকাতে একজোট হয়েছে ব্রিটেন ও ফ্রান্স। নতুন চুক্তির অধীনে, ব্রিটেন নিরাপত্তা জোরদার করার জন্য ফ্রান্সকে ৭৫০ লাখ ডলার প্রদান করতে চলেছে। যা-কিনা অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের বিপজ্জনক জলপথে ফ্রান্স থেকে ছোট জাহাজগুলোর যাত্রাতে বাধা দেবে।
এই চুক্তিতে ৪০ ভাগ টহল বৃদ্ধি করা হবে। তাছাড়া ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার কথাও বলা হয়েছে, যাতে পারাপার রোধ করা যায়।
চুক্তিতে আরো বলা হয়, দু’দেশ চোরাচালানকারীদের সম্পর্কে তথ্য এবং আটক অভিবাসীদের কাছ থেকে প্রাপ্ত অন্যান্য তথ্য ভাগ করে নেবে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এবং ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান সোমবার প্যারিসে এই চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : ভোয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য-ফ্রান্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ