মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রয়াণ ঘটলো বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির। মঙ্গলবার (১৭ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১১৮ বছর বয়সী ফরাসি নান সিস্টার আন্দ্রে। এ তথ্য নিশ্চিত করেছে তুলন শহরের নার্সিং হোম। খবর রয়টার্সের।
জানানো হয়, ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন এই ধর্ম প্রচারক। বিবৃতিতে আরও বলা হয়, তার প্রয়াণ সত্যিই বেদনাদায়ক। কিন্তু মৃত্যুর মাধ্যমে তিনি জাগতিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। শোক প্রকাশ করেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসও। গেলো বছর করোনায় আক্রান্ত হয়ে বেশ অসুস্থ ছিলেন আন্দ্রে।
১৯০৪ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে জন্মগ্রহণ করেন লুসিলে র্যান্ডন। ১৯৪৪ সালে ক্যাথলিক একটি চ্যারিটি অর্গানাইজেশনে যোগদানের পর তার নাম সিস্টার আন্দ্রে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।