Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ধারণা নাকচ করেছেন ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম

অদূর ভবিষ্যতে কোনো অবস্থাতেই ইউক্রেন সরকারকে যুদ্ধবিমান সরবরাহ করা যাবে না। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখ্যোঁ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সফরকে কেন্দ্র করে সাম্প্রতিক ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের বলেছেন।

‘ফাইটার জেট ডেলিভারি একটি অগ্রাধিকার নয়। ইউক্রেনের সেনাবাহিনীর এখন এটির প্রয়োজন নেই,’ তিনি বলেছিলেন, ‘কোন অবস্থাতেই আগামী সপ্তাহে যুদ্ধবিমান সরবরাহ করা যাবে না।’

গত বুধবার প্যারিসের প্রেসিডেন্ট প্যালেসে মাখ্যোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে জেলনস্কির। সেখানেই জেলেনস্কিকে ফের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

জার্মানি জানিয়েছে, যতদিন যুদ্ধ চলবে, ততদিন জার্মানি ইউক্রেনকে সাহায্য করে যাবে। অন্যদিকে মাখ্যোঁ বলেছেন, রাশিয়া কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবে না। ফ্রান্স সবসময় ইউক্রেনের পাশে থাকবে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-ফ্রান্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ