প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনাটা ছিল দেখার মতো। এই উন্মাদনা জিইয়ে রাখতে প্রকাশ পায় মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’। কিন্তু গানটি প্রকাশ পেতেই তুলকালাম শুরু হয় ভারতে। গানটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন শাহরুখ ও ‘পাঠান’ বয়কটের ডাক দেন। এই ক্ষোভ এখনও অব্যহত আছে। এরইমধ্য বাঁধল নতুন বিপত্তি। ‘বেশরম রঙ’ গানের সুর নকলের অভিযোগ আনলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক সাজ্জাদ আলি।
সাজ্জাদ দাবি করছেন, গানটির সুর তার পুরোনো এক গানের সুর থেকে চুরি করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এ দাবি করেন তিনি। ‘বেশরম রঙে’র নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে ইউটিউবে নতুন বলিউড সিনেমার গান শুনছিলাম। একটা গান শুনে ২৫ বছর আগে আমার তৈরি করা একটা গানের কথা মনে পড়ে গেল।’ এ সময় সাজ্জাদ আলি তার গানটির কিছু অংশ গেয়েও শোনান।
এদিকে সাজ্জাদ নাম উল্লেখ না করলেও নেটিজেনরা বুঝে নিয়েছেন তার ইঙ্গিত ‘বেশরম রঙে’র দিকে। তাকে সমর্থন করে একজন লিখেছেন, ‘বেশরম রঙ’ গানের সঙ্গে সুরের খুব মিল। অন্য একজন মন্তব্য করেছেন, ভারতীয়রা বরাবর পাকিস্তানিদের নকল করে। কিন্তু কৃতিত্ব দেয় না।
এর আগেও ‘বেশরম রঙে’র বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। ফরাসি সংগীতশিল্পী জৈন দাবি করেছিলেন, গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক তার ‘মাকেবা’ গান থেকে নকল করা হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই শাহরুখের ওপর নাখোশ দেশটির হিন্দুত্ববাদী ব্যক্তিত্বগণ। তাদের নেতৃত্বে এ নায়কের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এক হিন্দু সাধু তাকে পুড়িয়ে মারারও হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার। বিশ্ব জুড়ে অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। এই সিনেমার মাধ্যমেই যে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।