Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি সরাসরি ৭১,৭৫’র খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে, এটা রাজনৈতিক বেয়াদবি: কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৬:৪১ পিএম

‘অতীতে চরমভাবে ব্যার্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুর্ণদখলের খেলায় জনগনের কোন ভাগ্য নেই।’ এমন মন্তব্য করে জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১,৭৫ ও ২১ আগষ্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায়না। ইনু বলেন বাংলাদেশকে বাচাঁতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোন মুল্যে রুখে দিতে হবে। মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুরে উপজেলা অডিটোরিয়ামে জাসদ আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় ইনু আরো বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায়না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগন যোগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। ইনু বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিক সহ যে ধরনেরই বৈশি^ক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।
পরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ