পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) ১১তম ওরশ উপলক্ষে দুই দিনব্যাপী মহা সুন্নি সম্মেলন, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে সম্মেলনে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। এতে লাখো মুসল্লি ও ভক্তের সমাগম ঘটে।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল-হাসানী, মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। বক্তব্য রাখেন আলমগীর খান, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মুফতী খাজা বাকী বিল্লাহ আল আজহারী, মাওলানা আব্দুস ছাত্তার ছিদ্দিকী, মাওলানা বাকের আনছারী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।