Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখ-কন্যা সুহানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১১:২৯ এএম

শাহরুখ-কন্যা বলেই এমনিতেই পাদপ্রদীপের আলোয় থাকেন সব সময় সুহানা খান। তারওপর প্রথমবারের মতো করলেন অভিনয়। জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানার। আর্চিস কমিক্‌সের ভারতীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিস’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। সেখানেই দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানাকে। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। ‘আর্চিস’-এর গোটা টিম শেষ দিনের শুটিং-এ কেক কেটে উদ্‌যাপনও করেছিল। কিন্তু, শুটিং শেষের পার্টি বাকি ছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সেই উপলক্ষে এক পার্টির আয়োজন করেন জোয়া। সেখানে সুহানাকে লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেসে দেখা গেল, সঙ্গে পরেছিলেন কালো পেনসিল হিল জুতো। সেই ‘দ্য আর্চিস’ পার্টির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শাহরুখ কন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন কারোরই নজর এড়ায়নি।

ওই ভিডিওতে দেখা যায়, সুহানা লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেস এবং পায়ে কালো পেনসিল হিল জুতো পরে হাজিরে হয়েছেন পার্টিতে। গাড়ি থেকে সুহানা নামার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে ধরা দিলেন শাহরুখকন্যা।

মুহূর্তেই নেটদুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। তবে শাহরুখকন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন নজর এড়ায়নি নেটিজেনদের। গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে যাওয়ার সময় সুহানার হাঁটা-চলা দেখে মালাইকার অরোরার সঙ্গে তুলনা করেছেন অনেকে।

ইতোমধ্যেই ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে গেছে। তবে সেখানে অধিকাংশই কটাক্ষ করেছেন সুহানাকে। একজন লিখেছেন, ‘সুহানাকে একদম মালাইকা অরোরার মতো লাগছে। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘হিল পরে ঠিক মতো হাঁটতেই পারছেন না সুহানা। আবার একজন লিখেছেন, ‘এই বয়সেই মালাইকা হয়ে গেলেন সুহানা! আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘মালাইকা নয়, নোরার মতো লাগছে সুহানাকে।

প্রসঙ্গত, সুহানা ছাড়াও এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন আরও অনেক তারকা সন্তান। এই ছবিতে আরও অভিনয় করেছেন, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি নন্দাসহ অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ