Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি কাটাতে মহাকাশে যাচ্ছেন অভিনেতা দেব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৬ এএম

ছুটিতে ঘুরতে যেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর শোবিজ অঙ্গনের তারকারা তো সুযোগ পেলেই উড়াল দেন অন্য দেশে। কিন্তু ভারতীয় টিভি অভিনেতা দেব যোশী ঘুরতে যাচ্ছেন মহাকাশে। বিস্ময় লাগলেও এমনটাই ঘটতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের পক্ষ থেকে নানা দেশের শিল্পীদের মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু মহাকাশে নিয়ে যাওয়াই নয়, চাঁদের ২০০ কিলোমিটারের মধ্যে থাকবেন তারা। এরপর পৃথিবীতে ফিরে আসবেন। সেই ট্যুরে জায়গা পেয়েছেন ভারতীয় এই অভিনেতা।

আরো জানা গেছে, জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া ‘ডিয়ার মুন’ নামের এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন তিনি। সেখান থেকে জানা যায়, এ যাত্রায় ৮ জন সদস্য মহাকাশে যাবেন। যেখানে ২২ বছর বয়সী দেব যোশীও থাকছেন। এই টিম ২০২৩ সালে মহাকাশে যাবে।

এ প্রসঙ্গে দেব যোশী বলেন, ‘এই মহাকাশযাত্রা জীবনটাই হয়তো বদলে দেবে। এই ট্যুর থেকে অনেক কিছু শিখতে চাই।’

উল্লেখ্য, দেব যোশী থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করেন। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে ‘লাকি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে টিভিতে অভিষেক ঘটে তার। এরপর থেকে নিয়মিত টিভি সিরিয়াল করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ