প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুক্তিপ্রতীক্ষিত ‘ভেড়িয়া’ ছবির প্রচারণায় কলকাতায় পা রাখেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন। সঙ্গে আছেন পরিচালক অমর কৌশিক। সেখানকার পার্ক হোটেলে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কিছু সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন সেখানে।
এই ছবিতে সকালে মানুষ থাকেন বরুণ কিন্তু রাতে ‘ভেড়িয়া’ অর্থ্যাৎ ‘নেকড়ে’ হয়ে যান। এটি একটি হরর-কমেডি ঘরানার ছবি। সিনেমার চরিত্রটির সঙ্গে মিল রেখে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনাকে যদি কোনো পশু হতে বলা হয় বা পরের জন্মে যদি আপনি পশু হয়ে জন্মান তাহলে কি ‘ভেড়িয়া’ হতে চাইবেন?’
একটুও বিরক্ত না হয়ে বরুণ উত্তর দেন, ‘অবশ্যই না, আমি কুকুর হতে চাইব। কারণ আপনারা মোটামুটি সবাই জানেন আমি কুকুরকে কতটা পছন্দ করি।’
এ ছাড়া তিনি আরও বলেন, ‘অন্যান্য সিনেমা থেকে এটি (ভেড়িয়া) আমার কাছে বিশেষ। কারণ, কোথাও আমি এ রকম চরিত্রে অভিনয় করিনি। আমার মনে আছে, এই ছবির জন্যে ভেড়িয়া বানাতে আমাকে ৩২টি টেক দিতে হয়েছিল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।