Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড গড়তে লম্বা দাড়িওয়ালাদের সম্মেলন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১১:১৬ এএম

অনেকেই দাড়ি রাখেন শখের বশে। তা নিয়ে আবার চলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। কীভাবে দাড়ি গুছিয়ে রাখলে চেহারা আকর্ষণীয় দেখায়, তা থাকে বিবেচনায়। তবে স্টাইলের চেয়ে লম্বা দাড়ি যাদের কাছে গুরুত্বপূর্ণ-এমন কিছু লোক সম্প্রতি একসঙ্গে হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং রাজ্যে। লক্ষ্য ছিল দাড়ির দীর্ঘ চেইন তৈরি করে বিশ্বরেকর্ড করা।
রেকর্ড গড়তে এ দাড়িওয়ালারা একত্র হয়েছিলেন গ্যাসলাইট সোশ্যাল নামে একটি বারে। সেখানে তারা পাশাপাশি দাঁড়িয়ে জোড়া লাগিয়েছেন একের দাড়ি অন্যের সঙ্গে। এভাবে তারা তৈরি করেছেন ১৫০ ফুট দীর্ঘ দাড়ির চেইন, যা আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দ্বিগুণের বেশি। আগের রেকর্ডটি ছিল ৬২ ফুট ৬ ইঞ্চির, যা করা হয়েছিল জার্মানিতে ২০০৭ সালে।
নতুন রেকর্ড গড়তে যে কোনো দাড়িওয়ালা অংশ নিতে পারেননি। সেই ব্যক্তি অংশ নিতে পেরেছেন, যার অন্তত ৮ ইঞ্চি লম্বা দাড়ি ছিল। সূত্র : এপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ময়কর

২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ