Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এখন ডিজিটাল মিনি জাদুঘর

প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:২০ এএম, ১৬ ডিসেম্বর, ২০১৬

জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া থেকে ঃ সামনে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল আকৃতির ম্যুরাল। তার পাশে রক্তের দাম দিয়ে কেনা জাতীয় পতাকা আর অস্ত্র হাতে বাংলার দামাল বীর যোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতিকৃতির বিশাল লম্বা ভাস্কর্য। এই ভাস্কর্যের নিচে চারদিকে বিশেষ কায়দায় পাথরের উপর মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া স্থানীয় মুক্তিযোদ্ধাদের ঠিকানা, ফোন নম্বর সম্বলিত ছবি। তার চারদিক দিয়ে বাহারী টাইলস দিয়ে পাকা করা হয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে স্বাধীনতা এনে দেয়া বীর মুক্তিযোদ্ধাদের এভাবে নতুন প্রজন্মের কাছে যুগ যুগ স্মরণীয় করে রাখতে এমন অভিনব পদ্ধতি ব্যবহার করে ডিজিটালাইজ মুক্তিযোদ্ধা সংসদ গড়া হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে। একই সাথে পুরো মুক্তিযোদ্ধা সংসদের ভিতরে দেয়ালের চারিদিকে উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় এ জনপদের বিভিন্ন দুর্লভ ছবি টাঙ্গানো হয়েছে। ভেতর বাহির মিলে উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা এখন মিনি মুক্তিযুদ্ধ জাদুঘরে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য কাজটি করেছেন মুক্তিযোদ্ধা সংসদটির কমান্ডার আলহাজ গাজী মো.খোরশেদ আলম। তিনি স্বাধীনতা পরবর্তী উল্লাপাড়ায় প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলক এবং স্বর্ণপদক বিজয়ী চার বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান।
জানা যায়, গাজী খোরশেদ আলম উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব নিয়ে এ উপজেলার দেশ স্বাধীনের কারিগর মুক্তিযোদ্ধাদের আজীবন স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেন। এর অংশ হিসাবে তিনি উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের ছবি এবং জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন। এগুলো ডিজিটাল প্যানা প্লেক্সে প্রিন্ট দিয়ে পুরো মুক্তিযোদ্ধা সংসদের ভেতরে এসব মুক্তিযোদ্ধাদের নাম, ঠিকানা, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা, মুক্তিবার্তাসহ তার যাতীয় পরিচয়পত্র সম্বলিত বিলবোর্ড সাঁটানো হয়েছে। এই বিল বোর্ডে উপজেলার ভাতা প্রাপ্ত ৪০৮ জন মুক্তিযোদ্ধা জীবিত মৃতের ছবি এবং যাবতীয় তথ্য রয়েছে। একই সাথে এই জনপদের বিভিন্ন স্থানে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের ছবি এবং তথ্য সম্বলিত বোর্ড টাঙ্গানো রয়েছে। আছে এই উপজেলার দেশবরেণ্য দুঃসাহসিক বীর মুক্তিযোদ্ধাদের ছবিসহ তাদের কৃতিত্বের কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উল্লাপাড়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ