Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে ১৭ ঘন্টা পর উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যাওয়া ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যাওয়ার ১৭ ঘন্টা পর করতোয়া নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উল্লাপাড়ার বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী শ্রবন প্রতিবন্ধী সীমা খাতুন মায়ের উপর অভিমান করে নিজ বাড়ি বেতকান্দি থেকে নানীর বাড়ি দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী যাওয়ার পথে উক্ত রেলসেতুর উপর এ দূর্ঘটনার শিকার হয়। শনিবার দুপুরের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঘাটিনা রেলসেতু পার হবার সময় ঢাকা-নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন নীলসাগরের ধাক্কায় সেতু থেকে করতোয়া নদীতে পড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ডুবরীদল নদীতে কয়েক ঘন্টা তল্লাশি করেও লাশের কোন সন্ধান করতে পারেনি। রোববার সকাল ৭টার দিকে রেলসেতু থেকে একটু দূরে ঘাটিনা পালপাড়ার নিকট করতোয়া নদীতে সুমীর লাশ ভেসে ওঠে। সে বেতকান্দি গ্রামের সাগর আলীর মেয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে ১৭ ঘন্টা পর উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যাওয়া ছাত্রীর লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ