Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

উল্লাপাড়ায় বিএনপির উপদেষ্টাসহ ছাত্রদল-যুবদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সরকারী কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্য কে. এম শরফুদ্দিন মঞ্জুুসহ ছাত্রদল ও যুবদলের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা কে. এম শরফুদ্দিন মঞ্জু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আকরাম হোসেন ওয়ারেশ, যুবদল নেতা জুয়েল রানা, মানিক সেখ, পৌর ছাত্রদল নেতা রিপন ও শামীউল ইসলাম। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারী কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উল্লাপাড়ায় বিএনপির উপদেষ্টাসহ ছাত্রদল-যুবদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ