পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার দুপুরে কালোবাজারে দহকুলা বাজারে ১০০ বস্তা ইউরিয়া সার বিক্রির সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী ও আব্দুল হাদী আটক করেন ওই সার। জানা গেছে, মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুচরা সার বিক্রেতা আব্দুল জব্বার তার ওয়ার্ডের সার গোপনে ৮ নম্বর ওয়ার্ডের দহকুলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দহকুলা বাজারে গিয়ে ওই ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এ সময় খুচরা ডিলার পালিয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে জব্দ করা সার মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিবের নিকট জমা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।