Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে নিজে বিয়ে করা সেই অভিনেত্রী কনিষ্কা প্রেগন্যান্ট!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১১:২০ এএম | আপডেট : ৭:১৪ পিএম, ১১ নভেম্বর, ২০২২

চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে নিজেকে নিজে বিয়ে করেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী কনিষ্কা সোনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে কটাক্ষের শিকার হন ছোট পর্দার এই নায়িকা। এবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে ফের সমালোচনার মুখে পড়েছেন কনিষ্কা

বর্তমানে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন কনিষ্কা সোনি। সেখানকার একটি পার্কে ধারণ করা ভিডিও নিজেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে দেখা যায়, কনিষ্কার পরনে কালো রঙের ট্রাউজার ও টি-শার্ট। কিছুটা উঁকি দিচ্ছে বেবি বাম্প। তারপরই শুরু হয় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। প্রশ্ন উঠে—নিজেকে নিজে না হয় বিয়ে করেছেন। কিন্তু কীভাবে সন্তানের মা হতে যাচ্ছেন কনিষ্কা? এ নিয়ে যখন গুঞ্জনের ডালপালা বৃদ্ধি পাচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।

একই পার্কে তোলা কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে কনিষ্কা ক্যাপশনে লিখেন, ‘আমি নিজেকে নিজে বিয়ে করেছি। কিন্তু নিজে নিজে প্রেগন্যান্ট হইনি। যুক্তরাষ্ট্রের সুস্বাদু খাবার খেয়ে সামান্য ভুঁড়ি বেড়েছে। আর এজন্য আমাকে অন্তঃসত্ত্বা ভাবাটা একেবারেই যুক্তিযুক্ত নয়।’

গুজরাটের এক রক্ষণশীল পরিবারের মেয়ে কনিষ্কা। আগাগোড়াই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেসব ভেঙে গেছে। যার কারণে নিজে নিজেকে বিয়ে করেন তিনি। এ বিষয়ে কনিষ্কা বলেছিলেন, ‘জীবনে এমন কোনো পুরুষ দেখিনি যে নিজের কথা রেখেছে। তারা কখনো কথা রাখে না। তাই মনে হয়েছে পুরুষ সঙ্গী ছাড়াই জীবন কাটাতে পারব। আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ। আমি অর্থ উপার্জন করি। স্বাবলম্বী। নিজের স্বপ্ন আর প্রয়োজন, দুই-ই পূরণ করতে পারব।’

দাম্পত্য জীবনের প্রধান বিষয় বিশ্বাস ও সততা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়ে মানেই শুধু যৌনতা নয়; বৈবাহিক সম্পর্কে বিশ্বাস-সততা থাকা জরুরি। কিন্তু সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই একা থাকার সিদ্ধান্ত।’

প্রায় এক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত কনিষ্কা। ‘দিয়া অউর বাতি’, ‘দেব কা দেব...মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘মহাভারত’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’, ‘কুলফিকুমার বাজেওয়ালা’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। তা ছাড়াও তেলুগু, তামিল ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ