Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৯:৪৩ এএম

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর নিজে তিন বছর পর ভারতের মাটিতে পা রাখলেন এই নায়িকা। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এ তথ্য জানিয়েছেন তিনি। ভোর ৬টার দিকে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করেছেন এ সুন্দরী। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ তিন বছর পর বাড়ি ফিরছি।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, করোনার প্রভাব কাটিয়ে উঠেছে ভারত। নতুন পরিস্থিতিতে প্রথমবার নিজ দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। তার মেয়ের জন্যও এটি প্রথম ভারত সফর। বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট দেখে তারই ধারণা পাওয়া যায়।

চলতি বছর এপ্রিলে বাড়ি আসার কথা ছিল প্রিয়াঙ্কার। এক সাক্ষাৎকারে বলেন, 'আমি দেশে ফেরার জন্য ব্যাকুল। প্রতিরাজ্যের নিজস্ব মুখের ভাষা, লেখার ভাষা, খাবার, পোশাক, আদবকায়দা- যার অর্থ, দেশের সীমানায় এলেই একসঙ্গে বহু দেশ দেখার সাধ মেটে। মন ছুটি চাইছে আমার। কত দিনে বাড়ি ফিরে ছুটি উপভোগ করতে পারব আর ঘুরব, সেই অপেক্ষায় আছি।'

ছুটির কথা লিখলেও আদৌ কি দেশে নিখাদ ছুটি কাটাতেই ফিরছেন কাজপাগল প্রিয়ঙ্কা? না কি এবারও তিনি দেশে আসছেন বলিউডের আগামী কাজের খোঁজে? শোনা যাচ্ছে, ফারহান আখতার পরিচালিত 'জি লে জারা' ছবিতে ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও। তাই সে ছবিরই প্রস্তুতিপর্বে হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা। যদিও এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণাই করেননি প্রিয়ঙ্কা।

এর আগে তার সালমান খানের 'ভারত' ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই এই ছবি ছেড়ে দেন প্রিয়ঙ্কা। তার বদলে সে যাত্রায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু কথা দিয়েও পিছিয়ে যাওয়ায় খানিক চটেছিলেন সামলান খান। সে সময়ে সালমান ছাড়া অন্য কেউ-ই বলিউড থেকে কোনো ছবির প্রস্তাব নিয়ে প্রিয়াঙ্কার কাছে যাচ্ছিলেন না। তা সত্ত্বেও যে নায়িকা ছবি করতে রাজি হননি, তাতে বিরক্তই হয়েছিলেন সামলান এবং ইন্ডাস্ট্রির একাংশ। আশা করা যায়, এ যাত্রায় তেমন কোনো তিক্ততার অবকাশ আর হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ