প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গেল ডিসেম্বরে বিয়ের পর থেকেই খোশ মেজাজে সংসার করছেন নায়িকা। এখন ভিকি-ক্যাটরিনার দাম্পত্য জীবনের খুঁটিনাটি জানার অপেক্ষায় প্রহর গুনেন দর্শক। নতুন জীবনে দুজন খাপখাওয়াতে পারছেন কিনা, তাদের ঘরে সন্তান আসছে কিনা এসব নিয়ে ব্যস্ত বিটাউন। সম্প্রতি ‘ফোন ভূত’ সিনেমার প্রচারণায় হাজির হন ক্যাটরিনা। তার সঙ্গী হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। এ সময় স্বামীর এক গোপন তথ্য ফাঁস করেন নায়িকা।
ক্যাটরিনাকে ভালোবেসে ভিকি কী নামে ডাকেন, সেটি জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। ভিকিপত্নী এবার সেটিই প্রকাশ করেছেন। তবে এমন অদ্ভুত নাম জেনে ক্যাটরিনা ভক্তরা হেসে কুটিকুটি খাচ্ছেন। ক্যাটরিনা জানান, ভিকি তাকে ভালোবেসে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন।
এমন নামে ডাকার কারণ ব্যাখ্যা করে নায়িকার ভাষ্য, নানা কারণে তার প্যানিক করার অভ্যাস। আর স্ত্রীর এমন স্বভাবের কারণেই তাকে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন ভিকি।
উল্লেখ্য, ক্যাটরিনার মন জয় করেই তাকে জীবনসঙ্গিনী করেছেন ভিকি। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই তারকা দম্পতির রাজকীয় বিয়ের আসর। রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন তারা।
এদিকে ২০২১ সালে সবশেষ অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী সিনেমায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। তার পর বিয়ের জন্য ছোট একটা ব্রেক নেন। এ বছর পর্দায় ফিরছেন ‘ফোন ভূত’ সিনেমার হাত ধরে। সিনেমাটিতে কিন্তু পেত্নীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।